পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দীর্ঘদিন ধরে অধিকাংশ সিসি ক্যামেরা অচল অবস্থায় রয়েছে। ফলে হলের নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয়ের হল সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা সিসি ক্যামেরাগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। হলের প্রবেশদ্বার, ব্লকএ এবং ব্লক বি এর প্রতি ফ্লোর , সাধারণ কক্ষ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপিত ক্যামেরাগুলো সঠিকভাবে কাজ না করায় নিরাপত্তা পর্যবেক্ষণে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
গত ২৪ জানুয়ারি রোজ শুক্রবার বিকেলে বহিরাগতদের দ্বারা আবাসিক শিক্ষার্থীর উপর হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু বেশিরভাগ সিসি ক্যামেরা অচল অবস্থায় থাকার কারনে অভিযুক্ত কয়েকজন কে চিহ্নিত করতে কষ্ট হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সিসি ক্যামেরাগুলো নষ্ট হওয়ার ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় দেখা যায় হল থেকে সাইকেল চুরি সহ জুতা চুরির ঘটনা ও ঘটেছে। এছাড়াও বহিরাগতদের অনেক সময় ব্লক এ এবং বি এর বিভিন্ন ফ্লোরে দেখা যায়। হলের প্রতিটি রুমেই শিক্ষার্থীদের ল্যাপটপ, মোবাইল ছাড়াও অনেক মুল্যবান জিনিস থাকে। জিনিসপত্র গুলো নিরাপদ রাখার জন্য হলেও প্রতিটি ফ্লোরে সিসি ক্যামেরা দরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আশিক বলেন, "হলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ক্যামেরাগুলো ঠিকঠাক থাকলে অনেক সমস্যা এড়ানো যেত।"
শিক্ষার্থীদের দাবি, সিসি ক্যামেরাগুলো দ্রুত মেরামত করে নিরাপত্তা নিশ্চিত করা হোক। অন্যথায়, তারা হল প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করে।
ইইসিই বিভাগের আরেকজন আবাসিক শিক্ষার্থী বলেন, 'আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিসি ক্যামেরা সিস্টেম পুনরায় চালু করা হলে হলের নিরাপত্তা নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হল কর্মকর্তার অফিস কক্ষে গিয়ে কথা বললে তিনি জানান, ' আমাদের হলে আনুমানিক ২০-২৫ টি সিসি ক্যামেরা আছে। সবগুলোই প্রায় বন্ধ আছে এখন। আমরা কাজ করার জন্য প্রশাসন এর কাছে নোটিশ দিয়েছি। আশা করি হল প্রশাসন এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। '
হল প্রভোস্ট ড. আমিরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, ' হ্যাঁ অনেকদিন যাবৎ আমাদের হলের কিছু সিসি ক্যামেরা নষ্ট হয়ে আছে। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি হলের সমস্যা গুলো খুব দ্রুত সমাধান করার। ইতিমধ্যেই হলের ডাইনিং এ নতুন একটা ফ্রিজ দেওয়া হয়েছে , টিভিরুম সংস্কার, পত্রিকা রুম সংস্কার ছাড়াও প্রতি রুমে বৈদ্যতিক কাজ এছাড়া সাবমার্ছিবল পানির লাইনের কাজ করানো হচ্ছে । খুব শীঘ্রই ক্যামেরা গুলো চেঞ্জ করে পত্রিকা রুম সহ গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা লাগিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। '