মো:স্বাধীন খন্দকার,রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫ম সম্মিলন আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। এই সম্মিলনটি দুই দিনব্যাপী চলবে।
আজ সকালে, ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে এক জমকালো উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, ইসলামের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর এম মুনজুরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মিলনে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। র্যালিটি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে গিয়ে শেষ হয়, যেখানে সম্মিলনের মূল বক্তৃতা পর্ব অনুষ্ঠিত হয়।
এছাড়াও, সম্মিলনের আয়োজনে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য আকর্ষণীয় কার্যক্রম। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার মাধ্যমে ইসলামের ইতিহাস বিভাগের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা হয়।
এই সম্মিলনটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একতার মেলবন্ধন তৈরি করার পাশাপাশি ভবিষ্যতেও বিভাগের সাফল্য অব্যাহত রাখার জন্য প্রেরণা জোগাবে।