শাহারিয়া আহমেদ নয়ন: ২২ জানুয়ারি ২০২৫, রাজধানীর কড়াইল আনসার ক্যাম্প সংলগ্ন মাঠে ২০০ জন গৃহকর্মীর অংশগ্রহণে একটি অগ্নি নির্বাপণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর সুনীতি প্রকল্পের উদ্যোগে বাড্ডা হাব এ সভার আয়োজন করে।
এই সভার মূল উদ্দেশ্য ছিল গৃহকর্মীদের অধিকার, সুরক্ষা, এবং মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে তাদের প্রশিক্ষণ দেওয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হোসেন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়ক। উপস্থিত ছিলেন সৈয়দ মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ইনচার্জ, বনানী জোন ও নাজমুল ইসলাম, বনানী থানার প্রতিনিধি এবং তারেক আজিজ, অক্সফ্যামের প্রকল্প সমন্বয়ক।
সুনীতি প্রকল্পের কর্মকর্তা জহিরুল ইসলাম গৃহকর্মীদের অধিকার নিশ্চিতকরণ ও নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “গৃহকর্মীদের সাপ্তাহিক ছুটি ও কাজের সুনির্দিষ্ট চুক্তি অত্যাবশ্যক।
সৈয়দ মনিরুল ইসলাম (ফায়ার সার্ভিস ইনচার্জ বনানী জোন) অগ্নিকাণ্ডের কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা, এবং তাৎক্ষণিক পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। তিনি গৃহকর্মীদের সচেতন করতে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন।
ইদ্রিস আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক, গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তির প্রস্তাব নিয়ে কথা বলেন।
তারেক আজিজ বলেন, গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা ৪০ লক্ষ পরিবারকে নিরাপদ রাখার একটি সম্মিলিত প্রচেষ্টা।
গৃহকর্মী মোরসেদা আক্তার ও আইরিন জানান, সুনীতি প্রকল্পের জীবন দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে তারা অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতন হয়েছেন। মোরসেদা আক্তার বলেন, “নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদের শ্রম আইন অন্তর্ভুক্তি প্রয়োজন।”
সভার শেষে একটি অগ্নি নির্বাপণ মহড়া পরিচালিত হয়। ফায়ার সার্ভিসের নেতৃত্বে স্থানীয় স্কুল মাঠে অগ্নি নির্বাপন মহড়া আয়োজন করা হয়। মহড়ায় আগুন জ্বালিয়ে নিভানো প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয় গৃহকর্মীদের।
ডিএসকের তথ্য অনুযায়ী, ঢাকা শহরে ১৬ হাজার গৃহকর্মী সুনীতি প্রকল্পের অন্তর্ভুক্ত। কড়াইল বস্তিতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের উদাহরণ দিয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সভায় গৃহকর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য শ্রম আইন অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দাবির প্রতি গুরুত্ব আরোপ করা হয়। অগ্নি নির্বাপণ মহড়ার মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।