খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ কেমিস্ট্রির কমিটি হস্তান্তর


খুবি: খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ কেমিস্ট্রি (কুয়াক)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সদস্যের এই কার্যনির্বাহী কমিটিতে রসায়ন ‘১০ ব্যাচের মোঃ ফেরদৌস আলম সভাপতি, ‘১৪ ব্যাচের ইয়াসিন তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (১৭ জানুয়ারি) অনলাইন মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষনা ও মঙ্গলবার (২১ জানুয়ারি) নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার রসায়ন ‘১৩ ব্যাচের সাবিকুন নাহার মুন্না।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুস সবুর, সাংগঠনিক সম্পাদক রাগিব শাকিল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক হাসান আকন্দ, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ফিরোজ, প্রচার সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক এস. এম. শাহরিয়ার কবির, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মোঃ নাহিদ কায়সার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ মিনহাজুল আলম জাবের। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন শাকিল আনোয়ার, সৈয়দ আব্দুল হাদি, শাওন সাহা, মোঃ শেখ মনিউল রহমাতুল্লাহ্, এসএম. ইমরান আলী, আসিফুর রহমান, মোঃ আবু সাঈদ, আয়েশা সিদ্দিকা আঁখি।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের ‘১০ ব্যাচের মোঃ আমিনুল ইসলাম এবং ‘১৫ ব্যাচের রাফসান জামান।

নবীনতর পূর্বতন