আব্দুর রহিম, নোসক প্রতিনিধি :
নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাসের একাডেমিক ভবনের বিভিন্ন অংশে স্প্রে রং দিয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শ্লোগান ❝জয় বাংলা❞ এবং বাংলাদেশ ছাত্রলীগের (Bangladesh Students League) সংক্ষিপ্ত রূপ B.S.L লিখেছে দুষ্কৃতকারীরা। এতে করে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ধারণা করা হচ্ছে, নিজেদের অবস্থান জানান দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি করার উদ্দেশ্য নিষিদ্ধ সংগঠনটির সদস্যরা গতকাল গভীর রাতে, রাতের অন্ধকারে এ কাজটি করেছে।
কলেজের পুরাতন ক্যাম্পাসের একাডেমিক ভবনের পাশেই কলেজের শহীদ অধ্যাপক আবুল হাসেম ছাত্রাবাস। সকালে ঘুম থেকে উঠে ছাত্রাবাসের সামনের একাডেমিক ভবনে নিষিদ্ধ সংগঠনের এসব নাম ও শ্লোগান লেখা দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ছাত্ররা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম তারা নিরাপত্তাহীনতায় ভুগছি। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা যেকোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। আমরা মনে করছি সন্ত্রাসীরা উদ্দেশ্যমূলক ভাবে আমাদেরকে ভয় দেখানোর জন্য এসব লেখা লিখেছে।
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন বলেন, কলেজের দেওয়ালে সব ধরনের পোস্টার ও ছিকা মারা সম্পুর্ন নিষেধ। আজকে তো কলেজ বন্ধ, এ সুযোগে কোন দুষ্টচক্র এটা করতে পারে৷ আমরা কালকে স্পট পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। শিক্ষার্থীদের জন্য যেকোনো ধরনের সন্ত্রাস ও ভীতি মূক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে কলেজ প্রশাসন আন্তরিক রয়েছে।
নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের যেকোনো অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে৷ কলেজ কর্তৃপক্ষ অভিযোগ জানালে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।