শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ



ববি প্রতিনিধি: ছয় দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি )শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা ইবতেদায়ী শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের আক্রমণ অত্যন্ত অমানবিক এবং ন্যায়বিচারের পরিপন্থী।

ইবতেদায়ী শিক্ষকদের বেতন-ভাতা, চাকরির স্থায়িত্ব ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে তাদের সমস্যার সমাধান করা হোক।

শিক্ষার্থীরা সতর্ক করেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে তারা আরও বৃহৎ আন্দোলনের ডাক দেবেন। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নবীনতর পূর্বতন