৮ বছরেও নেই স্থায়ী ক্যাম্পাস, ক্লাস চলছে মহিলা কলেজ ও কমিউনিটি সেন্টারে


২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে এবং পরবর্তী বছরে একাডেমিক কার্যক্রম শুরু করা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তিনটি ব্যাচ স্নাতক শেষ করে নিলেও এখনো শুরু হয়নি স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম। ফলে স্থানীয় মহিলা কলেজে ও কমিউনিটি সেন্টারেই বিগত আট বছর ধরে ক্লাস চলছে শিক্ষার্থীদের। স্থায়ী ক্যাম্পাস কোথায়, সে প্রশ্নের জবাব জানেন না বেশির ভাগ শিক্ষার্থীই।

প্রতিষ্ঠার পর থেকেই শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, মওলানা সাইফ উদ্দীন এহিয়া ডিগ্রি কলেজ, সীমান্ত কমিউনিটি পার্টি সেন্টারে চলছে একাডেমিক কার্যক্রম। লাইব্রেরি রয়েছে আরেকটি মহিলা কলেজে। কলেজগুলো হতে নেওয়া ভবনগুলোতেই গাদাগাদি করে চলছে পাঁচটি বিভাগের ছয়-সাত ব্যাচের ক্লাস, যেখানে নিত্যদিনই থাকে শ্রেণিকক্ষ সংকট।

স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শিগগিরই শুরু হবে, এই আশ্বাসে এত দিন শিক্ষার্থীরা চুপ থাকলেও বিগত কয়েক মাস থেকেই কয়েক ধাপে মানববন্ধন, সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তবু প্রশাসন বা ইউজিসি থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে শিক্ষার্থীরা শুরু করেছেন লাগাতার আন্দোলন, সড়ক অবরোধ।

গত তিন দিন ধরেই অবরোধ করছেন ঢাকা-পাবনা মহাসড়কে। করেছে ক্লাস-পরীক্ষা বর্জনও। গতকাল স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও পড়ুন : গোপনে আপনার ফেসবুক প্রোফাইল কে দেখছে, জানা যায় কি

শিক্ষার্থীরা বলেন, প্রশাসন বারবার শুধু আমাদের আশ্বাসই দিয়ে আসছে। ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে দৃষ্টিগত এখনো কিছু করতে পারেনি। উপরন্তু হল না থাকায় আবাসন সংকটের পাশাপাশি মহিলা কলেজ ও কমিউনিটি সেন্টারে ক্লাস চলায় আমরা একাডেমিকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের শ্রেণিকক্ষ সংকট কাটলে ভালো হয়।’

জানা যায়, শিক্ষার্থীরা ভাড়া করা কমিউনিটি সেন্টারে থাকা নামফলকটিতে বিশ্ববিদ্যালয়ের নাম কেটে পার্টি সেন্টার বিশ্ববিদ্যালয় লিখে দিয়েছেন।

স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার জানান, ‘স্থায়ী ক্যাম্পাসের ৯ হাজার ২০০ কোটি টাকার প্রজেক্ট জমা দেওয়া হলেও সরকারের পরামর্শে তা বারবার সংকুচিত করতে করতে দীর্ঘ সময় ব্যয় হয়েছে। সর্বশেষ প্রায় ৬০০ কোটি টাকার প্রজেক্ট সাবমিট করা হয়েছে, যা ইউজিসি হয়ে পরিকল্পনা কমিশনে গিয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বাজেট পাবে কি না, তা আগামী ২৮ জানুয়ারির সভায় জানা যাবে।’

এদিকে শিক্ষার্থীদের টানা আন্দোলনে সমর্থন জানিয়ে বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। শাহজাদপুরবাসীর আন্দোলনের ফলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আট বছরেও এখানে ক্যাম্পাস না হওয়ায়, এই নায্য দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি বলে জানান ছাত্ররা। পরে বৃহস্পতিবার সহস্রাধিক এলাকাবাসী ও শিক্ষার্থী মানববন্ধনও বিক্ষোভ মিছিল করে উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন।

আরও পড়ুন: জুলাই আন্দোলন: আহত ৭ জনকে সিঙ্গাপুরে পাঠাল সরকার

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ১১ মে ২০১৫ তারিখে মন্ত্রিসভার বৈঠকে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন ২০১৫'-এর খসড়া অনুমোদন পাওয়ার পর ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’।

২০১৮ সালের ১৭ এপ্রিল ১০৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব সম্পন্ন করেন ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ্‌ আজম।

বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।

নবীনতর পূর্বতন