পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আবাসিক হলে টিভি রুম স্থাপনের দাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের। সম্প্রতি এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর, বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। শিক্ষার্থীদের দাবি পূরণে দ্রুত কার্যক্রম গ্রহণ করায় ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে ইতিবাচক সাড়া।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে টিভি রুমে টিভি না থাকায় শিক্ষার্থীরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছিলেন। তারা দাবি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, খেলাধুলা এবং শিক্ষামূলক প্রোগ্রাম দেখতে হলে টিভি রুমের ব্যবস্থা অপরিহার্য।
গত সপ্তাহে একটি সংবাদমাধ্যমে শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে প্রভোস্টের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়।
সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই হল প্রভোস্ট ড. মো. আমিরুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন এবং তাদের দাবি বিবেচনায় নিয়ে টিভি রুম স্থাপনের উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই টিভি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে রুমটি চালু করা হয়।
টিভি রুম চালুর পর শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা বলছেন, প্রভোস্টের দ্রুত পদক্ষেপে প্রমাণিত হয়েছে যে প্রশাসন শিক্ষার্থীদের প্রয়োজনকে গুরুত্ব দেয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বলেন, “শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা সবসময় তাদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য সমস্যাগুলো দ্রুত সম্ভব সমাধান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এটি শিক্ষার্থীদের একটি বড় বিজয়, যা তাদের দাবি আদায়ের ক্ষেত্রে সাহস ও উদ্যম জোগাবে।