নবোদ্যম ফাউন্ডেশন জাককানইবির নেতৃত্বে নওসাদ-রনি




নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) "নবোদ্যম ফাউন্ডেশন" এর নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন পেয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষত পথশিশুদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নওসাদ আল সাইম, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রায়হানা সুলতানা কনা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মেহেদি হাসান রনি।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে আছেন আমান উল্লাহ তাসনীম। জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে রয়েছেন সাকিল খান এবং মানবসম্পদ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাফিয়া বিনতে শফিক।

কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সাকিব, মহিবুল হাসান সামি, ইসরাত জাহান তরফদার, দিপু আক্তার, উর্মি জাহান শোভা, আব্দুল কাদের জ্বিলানী, মো. ইয়াকুব, গালিব হাসান, নাজমুল ইসলাম আসিফ এবং নাহিদ হাসান নাসিফ।

সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান রনি বলেন, “নবোদ্যম ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থা। আমরা পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে কাজ করছি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগী হয়েছি। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সমতাভিত্তিক, বাসযোগ্য ও টেকসই সমাজ গঠন। তরুণদের সম্পৃক্ত করে আমরা দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনে কাজ করছি। সবাই মিলে কাজ করলে একটি সুন্দর ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।”

উল্লেখ্য নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন চার জন। তারা হলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রাশিদ, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুর রহমান, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপি এবং নবোদ্যম ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ইস্টার্ন ব্যাংকের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার সারজীল হাসান।

নবীনতর পূর্বতন