আব্দুর রহিম, নোসক প্রতিনিধি: নোয়াখালী সরকারি কলেজের উত্তর গেট এলাকার সড়কে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর পরিস্থিতিতে কলেজ শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে। এলাকাবাসীর ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, সড়কের পানির ট্যাংকির সামনের ড্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। ফলে ড্রেনের পানি উপসে এসে সড়কে জমে।
পানি জমে থাকা এই সড়কে চলাচল কষ্টসাধ্য হয়ে উঠেছে। প্রতিদিন শতশত শিক্ষার্থী ও পথচারী এ পথে চলাচল করে। কিন্তু বর্তমানে তারা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীরা জানান, এই ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার না করার কারণে ময়লা-আবর্জনা জমে এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় পথচারী ওর সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে, সড়ক দুর্ঘটনা সহ আরো নানান সমস্যার সৃষ্টি হতে পারে ।
স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত ড্রেন পরিষ্কার ও সড়কের সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা । তাদের প্রত্যাশা, যথাযথ পদক্ষেপ গ্রহণ করে জনদুর্ভোগ কমানোর জন্য প্রশাসন এগিয়ে আসবে।