পাবিপ্রবি নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে মুনায়েম ও রাশিক



পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুনায়েম হোসেন রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের মোঃ রাশিক উদ্দিন মনোনীত হয়েছেন। 

নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ সভাপতি হিসেবে আছেন অংকুর মন্ডল, নাইম বখতিয়ার, আরিফুল ইসল ও রাব্বি আলি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন হাসিবুল হোসেন, মোঃ শাহাদাত হোসেন, ফয়সাল আহমেদ ও মোঃ আল ইমরান। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শামীম হোসেন, রান্টু হোসেন এবং মোঃ রাহাত আলী। প্রচার সম্পাদক হিসেবে আছেন হোসেন মানিক। 

সভাপতি মুনায়েম হোসেন রাসেল বলেন, সভাপতি হিসেবে আমার উপর আস্থা রাখার জন্য জেলা সমিতির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। জেলা সমিতির ঐতিহ্য, সংহতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। দলগত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আমরা সমিতিকে আরও সমৃদ্ধ করতে পারব। আপনাদের সহযোগিতা ও দিকনির্দেশনা সর্বদা কাম্য।

সাধারণ সম্পাদক মোঃ রাশিক উদ্দিন বলেন, নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’তে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের,গর্বের ও সম্মানের। আমি আনন্দিত এই জন্য যে আমি নাটোর জেলার শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। আমি শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান আল্লহ তায়ালার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি উপদেষ্টামন্ডলীদের। এখানে আমার বেশকিছু দায়িত্ব রয়েছে। নাটোর জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগীতা করবো ইন শা আল্লহ। সাবেকদের সাথে বর্তমান শিক্ষার্থীদের সমন্বয় করে ভাতৃত্ব – ভালোবাসার সেতুবন্ধন করতে কাজ করে যাবে নতুন কমিটি। সবার সহযোগীতায় আমাদের সংগঠন সামনের দিকে এগিয়ে যাবে। পাবিপ্রবিতে একটা আদর্শ সমিতি হিসেবে পরিচিত হবে।

নতুন কমিটি নাটোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

নবীনতর পূর্বতন