সহকারী জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ


নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ১০২ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। প্রকাশিত ফলাফলে আবু সাঈদ মেধাক্রমে ৫৪তম হয়েছেন।

সফলতার অনুভূতি প্রকাশ করে আবু সাঈদ বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সহকারী জজ হিসেবে নির্বাচিত হতে পেরে খুবই ভালো লাগছে। এটি কঠোর পরিশ্রমের ফসল। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আল্লাহ আমাকে হতাশ করেননি। সবার দোয়ায় সফল হয়েছি।”

তিনি আরও জানান, দীর্ঘ প্রস্তুতি, অধ্যবসায় ও আত্মবিশ্বাসই তাকে এ সাফল্যের দিকে নিয়ে গেছে। ভবিষ্যতে ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আহসান কবীর বলেন, “আবু সাঈদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগেও আমাদের বিভাগ থেকে দুজন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের এ অর্জন অনুজ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা আগামীতেও এই ধারা বজায় রাখুক।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ শিক্ষার্থীদের পেশাগত সাফল্যের জন্য সর্বাত্মক সহায়তা দিয়ে আসছে। শিক্ষার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠার আদর্শে গড়ে তুলতে বিভাগের শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এবারের ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় মোট ১০২ জনকে সহকারী জজ হিসেবে সুপারিশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর সফল প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

সহকারী জজ হিসেবে নির্বাচিতদের প্রশিক্ষণের পর দেশের বিভিন্ন অঞ্চলে পদায়ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নবীনতর পূর্বতন