রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ১


রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র আল-কুরআন পোড়ানোর ঘটনায় মো. ফেরদৌস রহমান ফরিদ (২২) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র এবং ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নের মো. মজিবর রহমানের ছেলে।

গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে শহীদ আমির আলী হল মুক্তমঞ্চ, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, মাদার বখস হল, মতিহার হল, সোহরাওয়ার্দী হল ও শেরে বাংলা এ.কে. ফজলুল হক হলের মসজিদে পোড়ানো কোরআন শরীফ পাওয়া যায়। এ ঘটনায় ধর্মপ্রাণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় একটি মামলা দায়ের করে।

তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ, সিটিটিসি এবং সাইবার ক্রাইম ইউনিট অভিযুক্ত ফেরদৌস রহমানকে গ্রেপ্তারে মাঠে নামে। একাধিক স্থানে আত্মগোপনের পর অবশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় ময়মনসিংহের ভালুকা থানার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা দ্রুততম সময়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নবীনতর পূর্বতন