বাকৃবিতে ইউজিসির বরাদ্দকৃত ১ কোটি ৩১ লাখ টাকার গবেষণা প্রকল্প চলমান


বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত প্রকল্পভিত্তিক গবেষণায় বর্তমানে ১ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার প্রকল্প চলমান রয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাকৃবির রেজিস্ট্রার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

তিনি বলেন, ইউজিসির অর্থায়নে পরিচালিত এসব গবেষণা প্রকল্প দেশের কৃষিখাতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা।

রেজিস্ট্রার আরও বলেন, এসব গবেষণা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষিভিত্তিক শিল্পের প্রসার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউজিসির এই উদ্যোগ গবেষণা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে।

নবীনতর পূর্বতন