সংগীত কুমার, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেত হয়।
উক্ত সমাবেশে হিসাববিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ সাব্বিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন র্যালি আয়োজক কমিটি ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু মুসা ও বর্তমান সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইসমাইল হোসেন রাহাত, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সাধারণ সম্পাদক মো. শামীম ও অন্যান্যরা।
আয়োজক কমিটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়, এটি মুত্তাকি হওয়ার মাস। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, ক্যাম্পাসে যে অনৈতিক কার্যক্রম চলে, সেটা শুধু এই মাসে নয়; বরং পরবর্তী ১১টি মাসেও যাতে বিরত থাকতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আমরা যেন এই মাসের পবিত্রতা বজায় রাখতে পারি।”
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের রমজান মাসে কষ্ট হয়, তাদের জন্য খাবারের আলাদা ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মুসলিম শিক্ষার্থীদের জন্য খাবারের মান ভালো করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই। যে আদর্শের ওপর ভিত্তি করে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে, তা যদি ভালো করে ধারণ করতে না পারে, তাহলে এই নাম রাখার মাধ্যমে কোনো কল্যাণ বয়ে আসবে না। যে লক্ষ্য ও উদ্দেশ্যের ওপর ভিত্তি করে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, সেই দিকে বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রমজান মাসকে মোক্ষম সময় মনে করে কাজে লাগানোর চেষ্টা করি।”