গেলো বছর ১৫ মার্চ রাতে নিজের ফেসবুক আইডিতে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। তার মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। মৃত্যুর আগে তিনি ফেসবুক পোস্টে তার মৃত্যুর জন্য একজন সহপাঠী ও একজন সহকারী প্রক্টরকে দায়ী করেন।
কুমিল্লায় নিজ বাড়িতে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেই সময়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৬ মার্চ তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয় প্রশাসন। তবে এই তদন্ত রিপোর্ট এক বছরেও প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও ছাত্র আম্মানকে বহিষ্কার করা হলে সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। এতদিনেও প্রকাশ হয়নি পুলিশি রিপোর্টও। এই ঘটনায় অবন্তিকার মা মামলা করলেও হয়নি চার্জশিট।
জানা যায়, গত বছর ১৬ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তৎকালীন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবুল হোসেন, আইন অনুষদের ডিন মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ এবং আইনকর্তা রঞ্জন কুমার। এই কমিটি ১৩ জুন তদন্ত প্রতিবেদন জমা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। তদন্ত রিপোর্ট সর্বশেষ সিন্ডিকেটে উঠলেও কোনো সিদ্ধান্ত আসেনি। এমনকি প্রকাশও করা হয়নি এই রিপোর্ট।