পাবিপ্রবির কর্মচারীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মরত কর্মচারীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
‎শনিবার (১৫ মার্চ) বিকেলে পাবনা শহরের পুলিশ লাইন্সের পি.সি.সি.এস রেস্টুরেন্ট এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলের দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমী।

ইফতার ও মাগরিবের নামজ শেষে এক সংক্ষিপ্ত অলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান বক্তব্য রাখেন।

নবীনতর পূর্বতন