সংগীত কুমার, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া WhatsApp আইডি খুলে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে। ওই ফেক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অর্থ দাবি করা হচ্ছে এবং বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২০ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে এবং প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ভাইরাল হওয়া সেই হোয়াটস্যাপ কথোপকথনে দেখা যায়, উপাচার্য (ফেক) এক ব্যক্তির কাছে সাহায্য চেয়ে অনুরোধ করে বলেন ঢাকায় আমার একটি প্রয়োজনে অর্থ প্রদান করতে হবে। আপনি কি আমার পক্ষ থেকে করতে পারেন, আমি আপনাকে পরিশোধ করে দেবো। অপর ব্যক্তি সম্মতি দিলে, প্রতারক ৫০,০০০ টাকা পাঠানোর জন্য বলে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে যে, উক্ত হোয়াটস্যাপ আইডি সম্পূর্ণ ভুয়া এবং ভাইস-চ্যান্সেলরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে।
এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, সন্দেহজনক বার্তা পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।