নোবিপ্রবির পরিবহন সেবা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ


আব্দুল্লাহ আল তৌহিদ, নোবিপ্রবি প্রতিনিধি:
পরিবহন সেবা নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ভোগান্তি যেন  থামছে না।বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের কোনো সমাধান না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা। 

শিক্ষার্থীদের অভিযোগ, বাস সংকটের কারণে আমাদের  জীবনের ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে।পরিবহন প্রশাসনের নিকট বারবার দাবি জানানোর পরও শিক্ষার্থীদের তুলনায় পরিবহন সেবা এখনো অপ্রতুল রয়েছে‌।অনেকসময় চালকরা শিক্ষার্থীদের নিরাপত্তার তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে বাস চালান, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

ফিটনেসবিহীন গাড়ি, বাস সংকট, সময়মতো বাস সরবরাহ না করা, ড্রাইভারদের অসদাচরণ ও স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত গতি প্রভৃতি বিষয় নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন,- "এই বিশ্ববিদ্যালয়ের ৭১ শতাংশ শিক্ষার্থীর জন্য  আবাসন যেমন নেই তেমনি পরিবহন ও নেই। প্রতি ৬ জনের বিপরীতে ১ টি সিট রয়েছে। নোবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরিবহন প্রশাসনের নিকট বারবার দাবি জানানোর পরও শিক্ষার্থীদের তুলনায় পরিবহন সেবা এখনো অপ্রতুল রয়েছে‌।"

আন্দোলনে যাওয়ার হুমকি দিয়ে ৩য় বর্ষের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, "বাস সংকটের কারনে আমাদের  জীবনের ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। এমন ও দেখা গেছে শিক্ষার্থীরা বারবার সংকেত দেওয়ার পরও ড্রাইভাররা কর্ণপাত করে না অথচ প্রায় লোকাল ভাড়া নেয়।এসব সমস্যার কোন সদুত্তর আমরা প্রশাসন থেকে পাচ্ছি না। শিক্ষার্থীদের কষ্ট লাগবে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে আমরা আন্দোলনেও যেতে পারি।"

আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী বলেন,"আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোনাপুর রোড ডাবল ডেকার বাস চলাচলের অযোগ্যই বলা যায়, এমনকি সোনাপুর থেকে মাইজদী পর্যন্তও নেই যথাযথ ট্রাফিক ব্যবস্থা। এমতাবস্থায় আমাদের বাসগুলোর অতিরিক্ত গতি শিক্ষার্থীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার বাস সঙ্কটের কারণে বাসগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি শিক্ষার্থীকে যাতায়াত করতে হয়। কিন্তু অনেকসময় চালকরা শিক্ষার্থীদের নিরাপত্তার তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে বাস চালান, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।"

অভিযোগের বিষয়ে পরিবহন প্রশাসক  ড.কাউসার হোসেন বলেন," ড্রাইভারদের নিয়ে যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে আগামী রবিবার শিক্ষার্থীদের নিয়ে ড্রাইভারদের সাথে বসবো। বসে সমাধান করবো। আর বাসের সংকট সমাধানে ২টি সাদা বাস সংস্কার শেষে আগামী সপ্তাহেই পরিবহন পুলে যুক্ত হবে। পাশাপাশি নতুন ২টি বাস সংযুক্ত করার জন্য ভিসি স্যার সর্বোচ্চ চেষ্টা করছেন।"

নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন,"এমন অভিযোগ আমার কাছে আসেনি। এখন জানার পর আগামী রবিবার গিয়েই আমি এ বিষয়ে ব্যবস্থা নিবো। পাশাপাশি বাসের সংকট নিরসনে আমরা কাজ‌ করছি। দ্রুতই এই সমস্যার সমাধান হবে।"

Cookie Consent
We serve cookies on this site to optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.