সাজ্জাদুর রহমান, বেরোবিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিবেশবাদী সংগঠন "গ্রীণভয়েস"-এর উদ্যোগে এতিম শিশুদের জন্য এক বিশেষ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ই মার্চ) বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মাঠে এ আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে এতিম শিশু ও সংগঠন কর্মীরাও অংশগ্রহণ করে।
সংগঠনের সভাপতি সাদমান হাফিজ বলেন, "এই আয়োজনের মাধ্যমে আমরা এতিম শিশুদের সঙ্গে রমজানের আনন্দ ভাগাভাগি করতে চেয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের সামাজিক কার্যক্রম উদ্যোগ অব্যাহত রাখব।"
এসময় গ্রীণভয়েসের উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শুধু পরিবেশ রক্ষার কাজই নয়, সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পায় বলে মনে করেন উপস্থিত অতিথিরা।