বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ



ববি প্রতিনিধি
: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি ) তিন শিক্ষার্থী সংঘর্ষ থামাতে গিয়ে বাস মালিক সমিতির হামলায় আহত হন। প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন, যা প্রশাসনের আশ্বাসে তুলে নেওয়া হয়।

আজ (শনিবার) সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী ভোলা রোড এলাকায় বাস মালিক সমিতি ও মাহিন্দ্রা সমিতির মধ্যে সংঘর্ষের সময় তিন শিক্ষার্থী হামলার শিকার হন। আহতরা হলেন তানজিল আজাদ (১২তম ব্যাচ, লোকপ্রশাসন), তরিকুল ইসলাম (১১তম ব্যাচ, লোকপ্রশাসন) ও রবিউল ইসলাম (১২তম ব্যাচ, লোকপ্রশাসন)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে বাস মালিক সমিতির কিছু লোক রড, বাঁশ ও লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন এবং পরে তাদের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা দুপুর ১টা ১০ মিনিটে অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
নবীনতর পূর্বতন