‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’-এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপিত হচ্ছে।
খাগড়াছড়িতে নারীদের সম্মাননা ও আলোচনা সভা
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার। সভায় ৬ ক্যাটাগরিতে ৬ জন নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- ভাগ্য লক্ষ্মী ত্রিপুরা (বাল্যবিবাহ নিরোধে অবদান), ডেইজি আক্তার (সমাজ উন্নয়ন), সাগরানী চাকমা (শিক্ষা ও চাকুরিতে সফল অবদান), সানুচিং মারমা (সফল উদ্যোক্তা), হাছিনা বেগম (সফল উদ্যোক্তা), ও চোপাই মারমা (সফল জননী)।
টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে সভায় নারী অধিকার, বেতন বৈষম্য, বাল্যবিয়ে ও নারী পুরুষ সমতা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
পূর্বধলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’-এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহাজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মান্নান, যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ, সাংবাদিক মো. এমদাদুল ইসলাম, প্রমুখ। বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা হলরুম পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খান। মহিলা বিষয় অফিসার রেবেকা সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শেরপুর থানা উপপরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নারী দুস্থ সমিতির সদস্য নিলা সুলতানা, কিশোর-কিশোরী ক্লাবের সৌরভ অধিকারী শুভ ও অন্যান্য বক্তারা।
নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মো. আশরাফ আলী, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. মহসীন সিকদার, নারী উদ্যোক্তা শাহজাদী খানম, সুমা আক্তার ও অন্যান্য নারী নেত্রীরা। বক্তারা নারীর নিরাপত্তায় সরকারের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। নারীদের প্রতি সহিংসতায় উপজেলা প্রশাসনের শক্ত অবস্থান এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ইউএনও মো. নজরুল ইসলাম।