নোসক প্রতিনিধি: পবিত্র মাহে রমাদান উপলক্ষে সাধারণ শিক্ষার্থী, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সম্মানে গণ ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখা।
আজ শুক্রবার (২১ মার্চ) নোয়াখালী সরকারি কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে নোসক শিবিরের সেক্রেটারির নাজিম মাহমুদ শুভ'র সঞ্চালনা এবং কলেজ সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে এ গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোসক ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, ইফতার পুর্ব দোয়া পরিচালনা করেন নোসক কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম, নোসক শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ফয়সল, নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্য সচিব মোঃ নূর হোসাইন প্রমূখ। এ-সময় নোসক শিবিরের গণ ইফতারে অংশ নেন কয়েক শত শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান আরমান বলেন, পবিত্র রমাদান মাস আমাদেরকে আত্মসংযম করতে শেখায়। রমাদান থেকে আত্মসংযমের শিক্ষা নিয়ে বছরের বাকি সময়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। তিনি আরো বলেন, রমাদানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন মহাগ্রন্থ আল কুরআন নাযিলের কারনে৷ অতএব প্রতিদিন অন্তত কুরআনের একটি করে আয়াত হলেও অনুবাদ ও শানে নুযূল সহ পড়তে হবে এবং নিজেদের ব্যক্তিগত জীবনে এর বাস্তবায়ন ঘটাতে হবে। ছাত্রশিবিরের আল কুরআনের আলোকে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কাজ করে। শিবিরের এ মহান উদ্দেশ্য কে সফল করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে হবে।