ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভাইস চ্যান্সেলরের বাংলোয় আয়োজিত এ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন অফিস প্রধানগণ অংশ নেন।
দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ আশরাফ উদ্দিন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।