ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তেল আবিবে রকেট নিক্ষেপ


ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হামাসের আল-কাসসাম ব্রিগেডস তেল আবিবের দিকে একাধিক রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলের বোমা হামলার পর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রথম প্রতিক্রিয়া জানায় গোষ্ঠীটি।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজেদাইন আল-কাশেম ব্রিগেডস বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের ইসরাইলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবের দিকে রকেট নিক্ষেপ করেছে।

বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তেল আবিবের দিকে M90 ধরনের রকেট নিক্ষেপ করা হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ইসরাইলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় দুদিনে ১৯০ জনেরও বেশি শিশুসহ ৯৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকের হামলায় আরও প্রায় ১০০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকার প্রধান ভূখণ্ডের উত্তর ও দক্ষিণের মাঝে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে।

এএফপি এক প্রতিবেদনে বলেছে, গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছের সালাহেদ্দিন রোড ধরে দক্ষিণের দিকে পালিয়ে যেতে দেখা গেছে ফিলিস্তিনিদের।

নবীনতর পূর্বতন