কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সি ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়বে ৪১ জন পরীক্ষার্থী।
এবিষয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, ‘আমরা আমাদের সবগুলো পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে সবকিছু হচ্ছে। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়েছে। আমাদের উপাচার্য মহোদয়, উপাচার্য, কোষাধক্ষ্য সকলই আছেন এবং বাকী সকল পরীক্ষার কেন্দ্র গুলোতেও সবকিছু সুষ্ঠুভাবেই হচ্ছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সি ইউনিটের আসন সংখ্যা ২৪০টি। আর এই ২৪০ টি আসনের বিপরীতে লড়বে ৯ হাজার ৯৫২ জন।
উল্লেখ্য আজ বিকেল ৩ টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।