শব্দ, সুর ও হৃদয়ের সন্ধ্যা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শায়েরি ও কাওয়ালির মুগ্ধতা


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
: রাতের পড়ন্ত আলো আর ক্যাম্পাসের নীরবতা ভেঙে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেগে উঠেছে এক অনুভূতির সন্ধ্যা—শায়েরি আর কাওয়ালির অপূর্ব এক সম্মিলন। 

এই আয়োজন যেন শিক্ষার্থীদের হৃদয়ের গহীনে জমে থাকা অনুভূতির এক মুক্ত প্রকাশ হয়ে উঠেছে। কেউ শব্দে খুঁজেছেন প্রেমের ব্যথা, কেউ আবার সুরে গেয়েছেন আত্মিক সম্পর্কের গল্প। 

শত শত শিক্ষার্থী একত্রিত হয়েছে এই ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যায়। কাওয়ালির গানে যখন আধ্যাত্মিকতায় ভর করছিলো পরিবেশ, তখন শায়েরির ছন্দে ফুটে উঠছে ভালোবাসা, বিচ্ছেদ আর বেঁচে থাকার গল্প।

একজন দর্শক শিক্ষার্থী বলেন, “এটা শুধু অনুষ্ঠান ছিল না, এটা একটা অনুভব, একটা চেতনার সন্ধান।”
এই আয়োজন যেন ক্লান্ত পড়াশোনার মাঝখানে এক আত্মার প্রশান্তি এনে দিলো। 

শিক্ষার্থীরা বলছেন, এমন আয়োজন যেন নিয়মিত হয়—এই ক্যাম্পাসে শুধু মেধা নয়, মানবিকতারও জায়গা তৈরি হোক প্রতিটি সন্ধ্যায়।

নবীনতর পূর্বতন