পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন


ইবি প্রতিনিধি
: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টিন্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, রোকনউদ্দিন, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, নুর উদ্দিন, রাফিজ আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ করে চলছে। একদল সন্ত্রাসী পারভেজকে ছুরিকাঘাত করে হত্যা করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদল করতেন বলেই সবাই নীরব, খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিছিল বা মানববন্ধন দেখা যাচ্ছে না। অনতিবিলম্বে আমাদের সহযোদ্ধা ভাইকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “অতি দ্রুত পারভেজকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের শাস্তির আওতায় এনে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য চেষ্টা করছে, আমরা এই আওয়ামী পুনর্বাসন বন্ধের আহ্বান জানাই। না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।”

নবীনতর পূর্বতন