রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি)-এ “Covid-19 Pandemic: An insight into detection of SARS-CoV-2” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের শিক্ষক ড. মোফাজ্জল হোসেন কোভিড-১৯ মহামারির প্রভাব, ভাইরাস শনাক্তকরণ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রফেসর পারভেজ হাসান সভাপতিত্ব করেন এবং প্রফেসর এস এম সাহিনুল ইসলাম প্রধান বক্তার কর্মজীবন নিয়ে আলোকপাত করেন।