পারভেজ হত্যায় ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করতে হবে - বাকৃবি ছাত্রদল


বাকৃবি প্রতিনিধি
: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের নির্মম হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে বাকৃবির টিএসসির সামনে ওই কর্মসূচি পালন করা হয়। এসময় মানববন্ধনে নেতৃত্ব দেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার এবং ছাত্রদল নেতা শাহীন।

বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমকে দমন করার জন্য ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে কিছু সন্ত্রাসী দল গঠন করে দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে। এরা ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে।”

তিনি অভিযোগ করে বলেন, “শুধু ক্যাম্পাসে নয়, ক্যাম্পাসের বাইরেও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে। আবরার ফাহাদের হত্যার পর এমন নজিরবিহীন ছাত্র হত্যা আর ঘটেনি।”

বাকৃবি ছাত্রদলের পক্ষ থেকে অবিলম্বে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা।

নবীনতর পূর্বতন