নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপনে আগামী ১৪ এপ্রিল বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে।
বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনুষ্ঠেয় এ মেলায় স্টল বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সংগঠন ও ব্যক্তি ছাড়াও বাইরের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হয়েছে। স্টল বরাদ্দে আগ্রহীদের আগামী ১২ এপ্রিলের মধ্যে প্রক্টর অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বৈশাখী মেলার এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে উৎসবের আমেজে তুলে ধরা হবে।