ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৩৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশরাফী এবং বিভাগের এমটিআইএস ভর্তি কমিটি (২০২৩)-এর সভাপতি প্রফেসর ড. মো. গোলাম মাওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রহিম উল্ল্যাহ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক শুধুমাত্র শ্রেণিকক্ষভিত্তিক নয়, বরং এটি জ্ঞানচর্চা ও বিদ্যাবিনিময়ের একটি অবিচ্ছেদ্য বন্ধন।” তিনি দা’ওয়াহ বিভাগকে আরও সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের সেমিনার, সিম্পোজিয়াম, গ্রুপ স্টাডি ও পেপার প্রেজেন্টেশনে সক্রিয় অংশগ্রহণের নির্দেশনা দেন।
তিনি বলেন, “আমি চাই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সেমিনার-সিম্পোজিয়াম কমিটি গঠিত হোক। পাশাপাশি শিক্ষার্থীরা ত্রৈমাসিক বা ষাণ্মাসিক গবেষণা পত্রিকা প্রকাশের উদ্যোগ নিতে পারে।” উচ্চতর শিক্ষার ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের দেশ-বিদেশে সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলামসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. মুহা. কামরুজ্জামান। শেষে ৩৩তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।