নোয়াখালী কলেজ ছাত্রদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক মিলনমেলা


আব্দুর রহিম, নোসক প্রতিনিধি:
 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক নোসক শাখার উদ্যগে নোয়াখালী সরকারি কলেজ মাঠে এ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
নোসক ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলের সভাপতিত্বে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ। এসময় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আকবর হোসেন সহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন