ইবির বিএমই ফুটবল টুর্নামেন্টে ব্লেজিং বেঙ্গলসের জয়


ইবি প্রতিনিধি
: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘ব্লেজিং বেঙ্গলস’ বিজয়ী হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ‘থান্ডার স্ট্রাইকার্সকে' ১-০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় দলটি।

টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় ছিল ব্লেজিং বেঙ্গলসের ধারাবাহিকতা ও দলগত সমন্বয়। অন্যদিকে, প্রাক-ম্যাচ আলোচনায় অনেকেই থান্ডার স্ট্রাইকার্সের ‘বজ্রশক্তি’র প্রশংসা করলেও মাঠের পারফরম্যান্সে সে ঝড় আর ওঠেনি।

ম্যাচের ২০তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইমরান। এরপর পুরো ম্যাচে ব্লেজিং বেঙ্গলস রক্ষণভাগ এতটাই দৃঢ় ছিল যে, প্রতিপক্ষ থান্ডার স্ট্রাইকার্স কোনো ‘স্ট্রাইক’ দিতেই পারেনি। শীতল ঠাণ্ডায় গঠিত দলের মতোই যেন তাদের আক্রমণভাগ ছিল নিরব, নিষ্প্রভ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ ও সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম।

আয়োজক জুনায়েদ আহমেদ বলেন, “বিএমই স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর আজকের ফাইনালে অংশগ্রহণকারী উভয় দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা সবার জীবনে অব্যাহত থাকুক—এই প্রত্যাশা করি। এই আয়োজনকে সফল করতে যাঁরা পাশে ছিলেন, সিনিয়র ভাই-আপু, শিক্ষক ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন,
“এই ধরনের খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও টিমওয়ার্ক গড়ে তোলে। মাঠে যে দল ভালো খেলবে, জয় তাদেরই প্রাপ্য। আজকের খেলা সেটির প্রমাণ দিয়েছে। আয়োজকদের কৃতজ্ঞতা জানাই একটি সফল টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য।”

উল্লেখ্য, টুর্নামেন্টটি শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে বিএমই বিভাগের ৬টি দল অংশ নেয়। ফাইনালে জায়গা করে নেয় সহকারী অধ্যাপক আরিফুল ইসলামের তত্ত্বাবধানে গঠিত ‘থান্ডার স্ট্রাইকার্স’ ও তৌহিদুল ইসলামের ‘ব্লেজিং বেঙ্গলস’।

নবীনতর পূর্বতন