রাবিতে গ্রীন ভয়েসের দুই দশক পূর্তিতে প্রাণবন্ত আয়োজন


রাবি প্রতিনিধি:
দুই দশক ধরে পরিবেশ রক্ষায় নিবেদিত সামাজিক সংগঠন গ্রীন ভয়েস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয় পাঠচক্র ও কেক কাটার অনুষ্ঠান।
 
“বিশ্ব রাজনীতিতে আমেরিকা ও বাংলাদেশের প্রেক্ষাপট” শীর্ষক পাঠচক্রে আলোচকরা আন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান নিয়ে বিশ্লেষণ করেন। পাঠচক্রে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য, সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সচেতন তরুণরা।
 
আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা, জলবায়ু সংকট এবং গ্রীন ভয়েসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে দুই দশকের এই সবুজ আন্দোলনের পথচলা উদযাপন করা হয়।
 
২০০৫ সালে প্রতিষ্ঠিত গ্রীন ভয়েস দেশের অন্যতম বৃহৎ পরিবেশবাদী স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি বৃক্ষরোপণ,পরিচ্ছন্নতা অভিযান,বন ও জলাধার রক্ষা,পরিবেশ শিক্ষা ও সচেতনতা এবং জলবায়ু ন্যায়ের দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
 
বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রীন ভয়েস রাবি শাখা নিয়মিতভাবে পরিবেশ বিষয়ক কর্মসূচি, র‌্যালি, পাঠচক্র ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
 
আলোচকরা বলেন, “গ্রীন ভয়েস কেবল একটি সংগঠন নয়, এটি একটি সময়োপযোগী সামাজিক আন্দোলন, যা পরিবেশ ও সমাজ নিয়ে সচেতন প্রজন্ম গঠনে ভূমিকা রাখছে।”
 
উল্লেখ্য, গ্রীন ভয়েস বর্তমানে দেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করছে এবং লাখো তরুণ-তরুণীকে পরিবেশের পক্ষে একত্রিত করছে।

নবীনতর পূর্বতন