ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উদ্যোগে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রফিকুল ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছিলাম। এরপরও অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনা ঘটেছে। গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিম সকলে মিলে ঘটনাস্থলে সক্রিয় ছিল। এটি বিচ্ছিন্ন ঘটনা বলেই আমরা মনে করছি।
Walton
তিনি আরও বলেন, নতুন করে ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। হয়তো প্রতিকৃতি ছাড়াও শোভাযাত্রা করা হবে, অথবা দ্রুত সময়ের মধ্যে নতুন করে তা তৈরি করার চেষ্টাও চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল। তবে এটি পরিকল্পিত আগুন কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভোর ৪টা পর্যন্ত শিক্ষকরা কাজ করছিলেন, আর ফজরের নামাজের সময়েই আগুন লাগে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীও ক্যাম্পাসে ছিল।
তিনি জানান, ফ্যাসিবাদের মুখমণ্ডলকে লক্ষ্য করেই আগুন দেওয়া হয়েছে। এতে সেই কাঠামো পুরোপুরি পুড়ে যায়। পাশাপাশি একটি পায়রার অবয়বও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনায় জড়িতদের শনাক্তে করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।