ভবিষ্যতের নিরাপত্তা আর ন্যায়বিচারের প্রত্যাশায় রাবিতে ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ


রাবি প্রতিনিধি
: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল হামলার এক সপ্তাহ অতিক্রম করলেও হামলাকারীদের গ্রেফতার করতে না পারায় উদ্বিগ্ন ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকরা।
 
এই উদ্বেগ ও ক্ষোভ থেকেই আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র প্যারিস রোডে আয়োজিত হয় এক শান্তিপূর্ণ *ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ*, যেখানে একক কণ্ঠে উঠে আসে— “ন্যায়বিচার চাই, নিরাপত্তা চাই”।
 
সমাবেশে সভাপতিত্ব করেন মাহবুব সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন ‘উত্তরণ প্রকাশ’। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সাবেক শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
 
বক্তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার যখন নিরাপত্তাহীনতার শিকার হন, তখন পুরো ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তারা জোর দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে—তা না হলে সাধারণ ছাত্র-শিক্ষক সমাজ শান্ত থাকবে না।
 
এই প্রতিবাদে কণ্ঠ মেলান ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দিল আরা হোসেন, আইন ও ভূমি প্রশাসনের চেয়ারম্যান প্রফেসর ড. সাহাল উদ্দীন, প্রভোস্ট ড. আসিয়ারা খাতুন, অধ্যাপক ড. সামিউল ইসলাম, সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার সুজন, সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সাবেক সমন্বয়ক মেশকাত চৌধুরী মিশু, মাহায়ের ইসলাম, ও শিক্ষার্থী জাকির হোসেন।
 
সমাবেশটি ছিল কেবল একটি প্রতিবাদ নয়—এটি ছিল একটি মৌলিক অধিকার রক্ষার ডাক, একটি আশঙ্কাকে প্রত্যাখ্যান করে আশার দীপ্ত ঘোষণা।

নবীনতর পূর্বতন