পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির যাত্রা শুরু করেছে “পদ্মা ছাত্র কল্যাণ সমিতি”। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং জেলাগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এ সমিতির নতুন কমিটি প্রদান করা হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনাসভা ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীরা। তারা নতুন এই সমিতিকে ঘিরে তাদের স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ দাউদ শেখ রাজু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আশফাকুর রাহাত ।
৩২ সদস্যবিশিষ্ট এ কমিটিতে অন্যান্য যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ জুবায়ের, শরিফুল ইসলাম রাভিব, শাহরিয়ার লিমন । যুগ্ম সাধারণ সম্পাদক আবির হোসেন, শাকিল খান, দিলরুবা খাতুন এবং এস এম সিয়াম। সাংগঠনিক সম্পাদক- মেহরাব হোসেন সেজান এবং মারিয়া আক্তার। দপ্তর সম্পাদক -এস এম সাফিন । প্রচার সম্পাদক - রূপক কাপুড়িয়া । অর্থ সম্পাদক - কাজী তামিম।
ক্রীড়া বিষয়ক সম্পাদক - হাসিব মিয়া । সংস্কৃতি বিষয়ক সম্পাদক - আসিফ করিম । বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক - মুজাদ্দিদ লিরিক্স । সদস্য - তানভীর হাসান সিয়াম, ফাতেমা খানম, দুর্জয় ওঝা, শাওন মাহমুদ, সুমাইয়া খাতুন, জান্নাতুল ফেরদস্তা নিয়া।
কমিটি প্রদানের পর সভাপতি বলেন,' আজ আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমাকে আমাদের জেলা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সম্মান শুধু আমার একার নয়, আমাদের পুরো জেলার শিক্ষার্থীদের সম্মিলিত আস্থা ও ভালবাসার প্রতিফলন।
আমাদের জেলা সমিতির মূল উদ্দেশ্য—একই জেলার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহানুভূতি ও সহযোগিতার এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ে যারা নতুন ভর্তি হতে আসবে কিংবা ভর্তি পরীক্ষা দিতে আসবে, তাদের পাশে দাঁড়ানো, দিকনির্দেশনা দেওয়া ও প্রয়োজনে আবাসন ও অন্যান্য সহযোগিতা করা আমাদের অন্যতম অঙ্গীকার।
আমরা বিশ্বাস করি, একই জেলার সবাই যেন পরস্পরের প্রতি ভাইয়ের মতো আচরণ করে—দুঃখে-সুখে একে অপরের পাশে থাকে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমাদের জেলার যেসব স্যার ও ম্যাম আছেন, তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সম্মিলিতভাবে, দায়িত্বশীলভাবে।
এই দায়িত্ব পালনে আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি। একসাথে থাকি, একে অপরের হাত ধরে এগিয়ে যাই—এই হোক আমাদের অঙ্গীকার।'
সাধারণ সম্পাদক বলেন, 'আমি পদ্মা জেলা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। এই মহান দায়িত্বের জন্য আমি সমিতির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি বিশ্বাস করি, একটি সংগঠন কেবল তখনই এগিয়ে যেতে পারে, যখন আমরা সবাই একসাথে কাজ করি, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে। আমি এই সমিতিকে আরও কার্যকর, সংগঠিত ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
আমার নেতৃত্বে আমরা জেলার সম্মান, ঐতিহ্য ও উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। সকল সদস্যের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাবো।
পরিশেষে, আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।'