পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইউ-শেপের একাডেমিক বিল্ডিং-১-এ হঠাৎ করেই লিফট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭-৮ মিনিট ধরে একাধিক শিক্ষার্থী লিফটের ভেতরে আটকা পড়ে যান, যার ফলে চরম আতঙ্ক ও ভোগান্তির সৃষ্টি হয়। আবার একাডেমিক বিল্ডিং ২ আই শেইপ বিল্ডিং এর সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী প্রায় দশ মিনিট ধরে আটকা পড়েছিল।
খোঁজ নিয়ে জানা যায় গত মঙ্গলবার দুপুরের দিকে লিফটে ওঠার কিছুক্ষণ পরেই এটি হঠাৎ থেমে যায়। লিফটের দরজা আর খুলছিল না, ভিতরে বাতাস চলাচলের কোনো উপায় ছিল না, ফলে ভিতরে থাকা শিক্ষার্থীরা দমবন্ধ অনুভব করতে থাকেন। বারবার চেষ্টা করেও লিফট চালু না হওয়ায় অবশেষে জরুরি সহায়তা চেয়ে চিৎকার শুরু করেন তারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের শ্রমিক সদস্যরা। তাদের যৌথ প্রচেষ্টায় প্রায় আট মিনিট পর লিফটের দরজা খুলে শিক্ষার্থীদের উদ্ধার করা হয়।
এরকম ঘটনা হরহামেশাই ঘটেছে। আজ বুধবার সকালেও লিফটে সমস্যা দেখা দিয়েছে। লিফটের সেন্সর কাজ না করায় আজ এক শিক্ষার্থীর হাতে গুরুতর আঘাত লাগে। ওই শিক্ষার্থী অভিযোগ করেন গতদিনেও তার সহপাঠীরা লিফটে প্রায় ৮ মিনিট আটকে ছিল।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে লিফটের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন শিক্ষার্থী বলেন, "লিফটটা হঠাৎ বন্ধ হয়ে যায়, ভিতরে অক্সিজেন কম ছিল, ভয়ের মধ্যে পড়েছিলাম। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।"
এই লিফট বিলম্বনার প্রত্যক্ষদর্শী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল মামুন তাকবীর জানান, 'গত মঙ্গলবার দুপুরের দিকে পশ্চিম পাশের মাঝের লিফটে আমরা চার জন বন্ধুরা সহ অন্য ডিপার্টমেন্টের তিনজন যার মধ্য দুইজন মেয়ে শিক্ষার্থী সহ আটকে যাই প্রায় ৭-৮ মিনিট পরে আমরা চিল্লাপাল্লা করলে বাহিরে থেকে সম্ভবত কাজ করা শ্রমিকেরা দরজা টেনে খুলে আমাদেরকে টেনে তুলে। এতে করে আমরা অনেক ভয়ের শিকার হই। আজকে আবার সেন্সর কাজ না করার কারণে লিফট হঠাৎ আটকে যায় যাতে করে আমার হাতে আঘাত লাগে। এই লিফট বিরম্বনার কারণে এক প্রকার আতঙ্কের শিকার ইউ শেইফ বিল্ডিং এর শিক্ষার্থীরা।'
আই শেইপ বিল্ডিংয়ে লিফটে আটকা পড়া শিক্ষার্থী সমাজকর্ম বিভাগের আকাশ কুমার বলেন, গত দুইদিন আগে এবং আমার বন্ধু লিফটের জন্য সুইচ চেপে প্রায় ১০ মিনিট দাড়িয়ে থাকি। কিন্তু লিফট খুলছিল না। পরবর্তীতে অন্য লিফটে উঠে পড়ি কিন্তু আট তলায় গিয়ে আমাদের লিফট খুলছিল না অনেক চেষ্টার পরে প্রায় পাচ মিনিট পর আমরা বের হই।'
এ বিষয়ে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী (সিভিল) নাঈম রেজওয়ানের মুঠোফোনে ফোন দিয়ে যোগাযোগ করলে জানান, বাইরে সাইটের কাজে আছেন তিনি। অফিসে গিয়ে এ ব্যাপারে কথা বলবেন প্রতিনিধির সাথে।