ছাত্র-শিক্ষক বন্ধন সুদৃঢ় করতে নবনির্বাচিত নেতাদের উদ্যোগ

ছাত্র-শিক্ষক বন্ধন সুদৃঢ় করতে নবনির্বাচিত নেতাদের উদ্যোগ

আব্দুর রহিম, নোয়াখালী প্রতিনিধি
: নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সদ্য ঘোষিত কমিটির সভাপতি নাজিম মাহমুদ শুভ, সেক্রেটারি আব্দুল কাদের আল আমিন এবং সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে ছাত্রনেতারা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কলেজের সার্বিক শিক্ষা পরিবেশ, ছাত্র-ছাত্রীদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, পাঠাগার উন্নয়নসহ বিভিন্ন শিক্ষাবিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন।

অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন শিক্ষার্থীদের যে কোনো গঠনমূলক কাজে কলেজ প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতে ছাত্রকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনায় কলেজের সার্বিক উন্নয়ন, একাডেমিক পরিবেশ বজায় রাখা ও ছাত্র-শিক্ষক সুসম্পর্ক রক্ষার বিষয়ে ইতিবাচক মতামত উঠে আসে।

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ অধ্যক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সময় দেওয়ার জন্য।

নবীনতর পূর্বতন