পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন দুই পরীক্ষার্থী নাটোর থেকে আসা মাহি ও পাবনার ফরিদপুর উপজেলার মো. রাব্বি হোসেন।
সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে পাবিপ্রবির মূল ফটক। সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ প্রক্রিয়া। ১১টায় শুরু হয় পরীক্ষা।
কিন্তু পরীক্ষার সময় পেরিয়ে যাওয়ার পরই হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে কেন্দ্রে হাজির হন নাটোরের মাহি। ঠিক তার দুই মিনিট পরেই একইভাবে ছুটে আসেন রাব্বি হোসেন। সময় অতিক্রান্ত হলেও কর্তৃপক্ষের অনুমতিতে তারা পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা শেষে মাহি বলেন, “সকাল ৮টায় নাটোর থেকে রওনা দিয়েছিলাম। সাধারণত এক ঘণ্টায় পৌঁছানো সম্ভব, কিন্তু আজ পরীক্ষার জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। ১১টা ২০ মিনিটে এসে পৌঁছাই। উপাচার্য স্যারকে ধন্যবাদ, তিনি আমাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “পরীক্ষা ভালো হয়েছে। আশা করি চান্স পেয়ে যাবো।”
অন্যদিকে, মো. রাব্বি হোসেন বলেন, “পাবনার ফরিদপুর থেকেই এসেছি। কাছাকাছি ভেবেই সকালেই বের হয়েছিলাম। কিন্তু টার্মিনালে এসে জ্যামে পড়ে যাই। এজন্য দেরি হয়েছে। তবুও প্রায় ৮০% উত্তর দিতে পেরেছি। আশা করছি ভর্তির সুযোগ পাবো।”