পাবিপ্রবি ভর্তি পরীক্ষায় অটোরিকশা চালকদের চাঁদাবাজি, বিপাকে ভর্তিচ্ছুরা


পাবিপ্রবি প্রতিনিধি
: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চলমান ভর্তি পরীক্ষায় বাইরে থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছেন অটোরিকশা চালকরা। পরীক্ষার সময় ভাড়া দ্বিগুণ-তিনগুণ হারে আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

আজ ২মে রোজ শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের (মানবিক) পরীক্ষায় নাটোর থেকে আসা অভিভাবক মো. রফিকুল ইসলাম জানান, 'টার্মিনাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সাধারণত রিকশা ভাড়া সাধারণত ২০-৩০ টাকা , কিন্তু ভর্তি পরীক্ষার অজুহাতে চালক ৫০-৬০ টাকা দাবি করেছেন। অনেক কথাবার্তার পরেও কমাননি।'

পাবনার স্থানীয় এক শিক্ষার্থী জানান, সচারাচর আমি এই পথে প্রায়ই যাতায়াত করি। টার্মিনাল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অটো ভাড়া সাধারণত ৫ টাকা কিন্তু আজ আমি ভর্তি পরীক্ষা দিতে আসতে ভাড়া জিজ্ঞাসা করলে ১০ টাকা করে আদায় করছে তারা। এ ব্যাপারে আমরা কথা বললেও তারা তাদের দিক থেকে অটোল থাকে।

এমন ভোগান্তির অভিযোগ এসেছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও। কেউ কেউ বলেন, বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে, কারণ সময়মতো কেন্দ্রে পৌঁছানো জরুরি ছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আওয়াল জানান , 'আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ভর্তি পরীক্ষার দিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাবনা টার্মিনাল অব্দি যানজট কমানোর। আমরা পার্কিং এর ব্যবস্থা করেছি বিশ্ববিদ্যালয়ের পাশে ক্যালিকো মাঠে। কিছু অটো রিক্সা ও রিক্সা চালক যানজটের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করছে। পরবর্তী পরীক্ষায় প্রশাসনের সহায়তায় অতিরিক্ত ভাড়া যেন আদায় না করতে পারে সেদিক নজর দিব আমরা। আসলে মানবিক দিক থেকে এটা বিবেচনা করা দরকার। কিছু অসাধু লোকজন এই সুযোগে সৎ ব্যবহার করছে। 

নবীনতর পূর্বতন