হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ


আব্দুর রহিম, নোয়াখালী প্রতিনিধি
: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর গাজীপুর চৌরাস্তায় ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। 

 রবিবার (৪ মে) রাত নয়টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে ছাত্র-জনতার ব্যানারে মিছিলটি শুরু হয়। বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি ম্যাটস, কারামতিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সহ সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করে। 

এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিব বনি ইয়ামিন। এছাড়াও আরো উপস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, জাতীয় নাগরিক কমিটির সদস্য কাজী মাইনুদ্দিন তানভীর, মোঃ নূর হোসেন, সৌরভ হোসেন সবুজ, ইসমাইল হোসেন সজিব, মোঃ হোসেন, ওসমান গণি। এসময় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র সদস্য সচিব মেহেদি হাসান সীমান্ত, সদস্য সচিব মামুনুর রশীদ তুষার, সাব্বির হোসেন প্রমুখ।  

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হাসনাত আবদুল্লাহর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। বক্তারা বলেন, বিপ্লবীদের রক্তের বিনিময়ে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিপ্লবীদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বেতন হয়। সুতরাং দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে নিরাপত্তা দিতে হবে। সরকার যদি নিরাপত্তা দিতে ব্যার্থ হয় তাহলে ছাত্র-জনতা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।

নবীনতর পূর্বতন