২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের পাঁচগুন শিক্ষার্থী রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আজ রবিবার (২৭ জুলাই) থেকে ৩১ জুলাই পর্যন্ত ভর্তি ফি জমা দিতে বলা হয়েছে। কৃষিগুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে স্পট অ্যাডমিশনসহ দশম ও সর্বশেষ অটোমাইগ্রেশন সম্পন্ন হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচটিতে ১৩৬টি আসন শূন্য রয়েছে। কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের পাঁচ গুণ ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশ করা হবে।
এর মধ্যে যে সব ছাত্র-ছাত্রী ভর্তির আগ্রহ প্রকাশ করবেন, তাদেরকে অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে। শূন্য আসনের পাঁচ গুণ ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশের কারণে যদি শূন্য আসনের চেয়ে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী টাকা জমা দেয় এবং তাদেরকে ভর্তির জন্য ডাকা সম্ভব না হয়, তবে তাদেরকে পরবর্তীতে যে মোবাইল নম্বর থেকে টাকা জমা দিয়েছে, সেই মোবাইল নম্বরে জমা দেয়া টাকা ফেরত দেওয়া হবে।
এসএসএল কমার্স টাকা ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যাদেরকে ভর্তির জন্য ডাকা হবে, ভর্তি না হলেও তাদের টাকা ফেরত প্রদান করা হবে না। অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা জমা দেয়া ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধা ভিত্তিতে ফলাফল (শূন্য আসনের সমসংখ্যক) প্রকাশ করা হবে আগামী ২ আগস্ট।
ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি’র সঙ্গে পূর্বে জমাকৃত ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে ৬ ও ৭ আগস্ট। এর ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ফলাফল জানতে এখানে ক্লিক করুন।