বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি ) শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টিএসসির দ্বিতীয় তলায় সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করছেন শরীয়তপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নির্বাচন কমিশনের সদস্যরা।
বৃহস্পতিবার ( ২১ আগস্ট ) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সভাপতি নির্বাচিত হন আনিসুর রহমান , তিনি ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাব্বির রহমান, তিনি পেয়েছেন ৩৪ ভোট।
নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বলেন , “ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ শরীয়তপুর থেকে আগত শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবে ও নানা উপায়ে সহযোগিতা করবে। দূর থেকে এসে কেউ যাতে হতাশ না হয়, সেজন্য সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যায় ও বিপদে-আপদে পাশে থাকা—সবাইকে নিয়ে এক পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে বিভিন্ন কার্যক্রমও পরিচালিত হবে।”
এবারের নির্বাচনে ২ টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি পদগুলো নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বন্টন করবেন।