জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ৫২টি আসন ফাঁকা রয়েছে। শুক্রবার (২২ আগস্ট) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফাঁকা আসনে ভর্তির জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় সরাসরি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাক্ষাৎকার দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সঙ্গীত বিভাগে ৩টি, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ৪টি, ফোকলোর বিভাগে ২৮টি, দর্শন বিভাগে ৫টি, নৃবিজ্ঞান বিভাগে ৪টি, পপুলেশন সায়েন্স বিভাগে ৪টি, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে ১টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ১টি, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ১টি এবং চারুকলা বিভাগে ১টি আসন ফাঁকা রয়েছে।
সাক্ষাৎকারে অংশ নিতে হলে জিএসটি এডমিট কার্ডের মূল কপি (হল-পর্যবেক্ষকের স্বাক্ষরযুক্ত), এসএসসি ও এইচএসসি বা সমমানের মূল নম্বরপত্র এবং সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
সাক্ষাৎকার শেষে যাচাই-বাছাই করে ফলাফল প্রকাশ করা হবে ২৬ আগস্ট রাতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd)। নির্বাচিতদের ২৭ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ওই দিন আসন ফাঁকা থাকলে সাক্ষাৎকারে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন তালিকা প্রকাশ করা হবে এবং একই দিন ভর্তি শেষ করতে হবে।
এরপর আর কোনো শিক্ষার্থীকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।