প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার


রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার (২২ আগস্ট)। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। রাজধানীর সরকারি সাত কলেজকে একত্র করে গঠিত এই বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট প্রায় ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ওয়েবসাইট (https://collegeadmission.eis.du.ac.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আসন বিন্যাস প্রকাশ করা হবে ২০ আগস্ট। পরীক্ষার দিন আধা ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হয় প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরীক্ষা কেন্দ্রগুলোর নিকটবর্তী থানার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। সার্বিক নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবে। আমরা আশাবাদী, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।’

পরীক্ষার কাঠামো ও পাশ নম্বর 
তিন ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। পাশ নম্বর নির্ধারিত হয়েছে ৪০। তবে বাংলা বা ইংরেজি বিষয়ে অন্তত ১০ নম্বর পেতে হবে।

বিজ্ঞান ইউনিটে এইচএসসি পাঠ্যসূচি থেকে পদার্থ, রসায়নসহ চার বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ের জন্য ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বর। এখানেও ন্যূনতম ৪০ নম্বর না পেলে কেউ ভর্তি হতে পারবেন না। ব্যবসায় শিক্ষা ইউনিটেও এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বর থাকবে।

মেধাক্রম ও ভর্তির নিয়ম
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর। এরমধ্যে এসএসসি থেকে ১০, এইচএসসি থেকে ১০ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ হবে। কলেজ ও বিষয় পছন্দ অনলাইনে দিতে হবে। ২০ অক্টোবর বিষয় বরাদ্দ প্রকাশ করা হবে। ২৫ অক্টোবর ভর্তি শেষ হবে এবং ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

নবীনতর পূর্বতন