প্রকৌশলীদের কটাক্ষের প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকৌশলীদের কটাক্ষের প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদেশের প্রকৌশলীদের ‘কুলাঙ্গার’ আখ্যায়িত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা 

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের অধিকার সংরক্ষণের জন্য সাত দফা দাবি জানিয়েছে। সেই দাবিগুলোতে দ্বিমত পোষণ করে বিক্ষোভ মিছিল করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।এসময় তাদেরকে বলা ‘কুলাঙ্গার’ শব্দটির প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে বিক্ষোভ মিছিলটি স্বাধীনতা হল থেকে শুরু করে স্বাধীনতা চত্বর, শহীদ মিনার, ৬ জুলাই হল, সবশেষে মূল ফটোকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে তারা, ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘ছাগল দিয়ে হালচাষ, হবে না হবে না’; ‘চাকরি তুই করলে কর, ইঞ্জিনিয়ার বানান কর’ ইত্যাদি স্লোগানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাস মুখরিত করে তোলে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এম এ তাহের বলেন, ' ডিপ্লোমারা এক ধরনের মব সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে আমাদের থেকে ১৩ বছর আগে ১০ম গ্রেড কেঁড়ে নিয়েছিলো। যার ফলে আমরা দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হয়েছি। ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা আর বৈষম্য চাই না। আমরা গতকালকে দেখেছি বিএসসি ইঞ্জিনিয়ারদের কুলাঙ্গার বলে গালি দিয়েছে। আমরা এর বিচার চাই। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এক হয়ে আরো কঠোর কর্মসূচির ডাক দিবো৷'

এর আগে বুধবার (২০ আগস্ট) রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেখানে তারা পদ সংরক্ষণ, উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ ৭ দফা দাবি উপস্থাপন করেন।

নবীনতর পূর্বতন