পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধান ফটকের কাঠামোগত নামকরণ এবং শহীদ জাহিদ-নিলয় চত্বরের নকশা প্রস্তাব আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। এ বিষয়ে গত ২০ সেপ্টেম্বর দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান ফটককে আরও দৃষ্টিনন্দন ও স্থাপত্যশৈলী সমৃদ্ধ করতে কাঠামোগত নামকরণ সংক্রান্ত প্রস্তাব লিখিত আকারে জমা দিতে হবে। প্রস্তাবের হাতে লেখা কপি এবং ই-মেইল কপি উভয়ই জমা দিতে হবে (ই-মেইল: director.sao@pust.ac.bd)।
এছাড়া, শহীদ জাহিদ-নিলয় চত্বরের নকশা প্রস্তাবের ক্ষেত্রেও মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ২০২৪-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, জাতীয় চেতনা ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রত্যেকটি ক্ষেত্রে জমাকৃত প্রস্তাব যাচাই-বাছাই শেষে সেরা একটি নির্বাচন করা হবে। নির্বাচিত প্রস্তাবদাতাকে প্রদান করা হবে ৩৫,০০০ টাকা পুরস্কার।
আগামী ৮ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে প্রস্তাব জমা দেওয়া যাবে।
