রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ১৭-২০ গ্রেডের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। তিনি কর্মচারীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে সময় ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা, শ্রবণ, বিশ্লেষণী ক্ষমতা, লেখনী ও অনুধাবন দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য আরো বলেন, কর্মক্ষেত্রে বিশ্লেষণী দক্ষতাকে কাজে লাগিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিবেশ ও পরিস্থিতি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে নিয়মিত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে।
এছাড়াও তিনি কর্মজীবনের উন্নয়নে কর্মচারীদের প্রতিনিয়ত নিজেদের যোগ্যতা বিকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখার আহবান জানান।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. তৌহিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি’র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাহবুব আরা।